রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

স্বর্ণের দোকানে চুরি ২২ লাখ টাকার মালামাল লুট

প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সোনাইমুড়ী (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : সোনাইমুড়ী উপজেলা সদরে গতকাল শনিবার দুপুরে এছহাক মিয়া সড়কে মোতালেব প্লাজায় স্বর্ণ দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আমিন জুয়েলার্সের স্বত্বাধিকারী মো: সাকায়েত উল্ল্যা জানান, তিনি দুপুরে দোকান বন্ধ করে নামাজ পড়তে গিয়ে ফিরে এসে দোকানের তালা ভাঙা দেখে ভিতরে প্রবেশ করে দেখতে পান শোকেসে রাখা ৪৭ ভরি স্বর্ণ ও ১১০ ভরি রূপার গহনা চুরি হয়ে গেছে। যার আনুমানিক মূল্য ২২ লক্ষ টাকা বলে তিনি জানায়। সোনাইমুড়ী থানার ওসি কাজী হানিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে চুরির ঘটনাটি রহস্যজনক মনে হলেও তদন্তে বিস্তারিত জানা যাবে।
ইয়াবাসহ আটক
সোনাইমুড়ী উপজেলার মাদক বিক্রেতা একাধিক মামলার আসামী মো: দুলাল (৩৫)-কে গোপন সংবাদের ভিত্তিতে বারগাঁও ইউপির কাশিপুর দক্ষিণ বাজার থেকে ইয়াবাসহ আটক করে পুলিশ। জানা যায়, সোনাইমুড়ী থানার এস আই আব্দুল বাতেন ও এ এস আই মাহবুবের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বারগাঁও ইউপির কাশিপুর দক্ষিণ বাজার থেকে দুলালকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ১৭০ পিস ইয়াবা ও নগদ ৬৪ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়। আটককৃত দুলালের বিরুদ্ধে থানায় মাদক ও অস্ত্র আইনে ৬টি মামলা রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন