রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নান্দাইলে ২টি বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদ দাতা | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান বৃহস্পতিবার ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুটি বাল্যবিয়ে বন্ধ করে অভিভাবকদের নিকট থেকে মুচলেকা আদায় করেন। কাটলীপাড়া দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী রসূলপুর গ্রামের আবু তাহেরের কন্যা স্বর্ণা আক্তার (১৪) ও মোয়াজ্জেমপুর ইউনিয়নের দক্ষিন সৈয়দগাঁও গ্রামের শহীদ মিয়ার কন্যা সীমা আক্তারের (১৫) বিয়ে অনুষ্ঠানের প্রাথমিক কার্যক্রম শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার খবর পেয়ে দ্রæত দুটি ঘটনাস্থলেই উপস্থিত হয়ে অভিভাবকদের বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝিয়ে বিয়ে বন্ধ করে দেন। অভিভাবকরা তাদের ভুল বুঝতে পেরে ইউএনওর নিকট মুচলেকা দেন এবং ১৮ বছর না হওয়া পর্যন্ত তাদের মেয়েদের বিয়ে দেবেন না বলে অঙ্গিকার করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন