শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শিশু হত্যাকারীর শাস্তি দাবিতে বিক্ষোভ

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

নওগাঁর ধামইরহাটে গর্ভবতী মহিলার পেটের সন্তানের হত্যাকারীর শাস্তির দাবিতে বিভোক্ষ মিছিল করেছে এলাকাবাসী। বিষয়টি নিয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ ঘটনার মূল হোতা ইউনুস আলীকে আটক করেছে।
ধামইরহাট থানার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ জানুয়ারি তারিখ দুপুর ২টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত আঙ্গরত ফয়েজপাড়া গ্রামের হায়দার আলীর সাথে তার আপন চাচা ইউনুস আলীর বিরোধ বাধে। বিরোধের এক পর্যায়ে উভয় পক্ষের মাঝে মারপিট শুরু হয়। এ সময় হায়দার আলীর স্ত্রী চার মাসের অন্তঃসত্ত¡া সেলিনা বেগম (২৬) তার স্বামীকে বিবাদীদের হাত থেকে রক্ষার জন্য ছুটে আসে। ইউনুস আলী ও অন্যান্য আসামিরা মিলে সেলিনা বেগমের পেটে লাথি গুড়ি মারতে থাকে। এতে তার রক্তক্ষরণ শুরু হলে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছেন, প্রচুর রক্তক্ষরণের ফলে গৃহবধূর গর্ভপাত ঘটে। গত বুধবার রাতে হায়দার আলীর ভাই হাবিলদার আলী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় একটি এজাহার করে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আঙ্গরত গ্রামের নারী, পুরুষ ও শিশুরা এ ঘটনার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে থানা ভবনের সামনে বিক্ষোভ মিছিল বের করে। এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মু. রকিবুল ইসলাম বলেন, অভিযোগের প্রেক্ষিতে রাতে অভিযান চালিয়ে পুলিশ আঙ্গরত গ্রাম থেকে আসামী ইউনুস আলীকে (৫০) আটক করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন