শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নেছারাবাদে গৃহবধূর বিষপানে আত্মহত্যা

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

নেছারাবাদ উপজেলার মাহমুদকাঠি গ্রামে শিরিন বেগম (২৫) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। পারিবারিক কলহের জের ধরে গত বুধবার সন্ধ্যায় তিনি আত্মহত্যা করেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় নেছারাবাদ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়। শিরিন বেগম ওই গ্রামের ট্রলার চালক জাকির হোসেনের স্ত্রী ও দুই শিশু সন্তানের জননী।
৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের একটি দল নেছারাবাদের মিয়ারহাট বন্দরের চারটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিয়মিত বাজার পরিদর্শনের অংশ হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে অভিযান চালিয়ে ওই জরিমানার টাকা আদায় করা হয়। প্রতিষ্ঠান চারটির মধ্যে মদিনা রেস্তরাকে ১০ হাজার টাকা ,নিউ সারিকা হোটেলকে ৪ হাজার,বাবুল ব্রাদার্স ও মেসার্স শামিম মেডিকেল হলকে পাঁচ হাজার টাকা করে সর্বমোট ২৪ হাজার টাকা জরিমানা করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতর পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ সোয়াইব মিয়া ওই অভিযান পরিচালনা করেন। এ সময় বরিশাল ক্যাবের সদস্য মো. জাহাঙ্গীর হোসেন মোল্লা নেছারাবাদ উপজেলা সেনিটারি ইন্সেপেক্টর শেখ মো. জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন