শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

হাটহাজারী থেকে অপহৃত শিশু গুইমারায় উদ্ধার

প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা : অপহরণের ১১ দিন পর উদ্ধার করা হয়েছে শিশু সোয়েব আক্তার আপনকে। গতকাল শনিবার ভোরে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার আমতলী এলাকা থেকে গুইমারা থানা পুলিশের সহায়তায় শিশুটিকে শেকল বাঁধা অবস্থায় উদ্ধার করে হাটহাজারী থানা পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল জানান, গত ১১ জানুয়ারি নিখোঁজ হয় শিশু আপন (১১)। গত ১৩ জানুয়ারি শিশুর প্রবাসী পিতা কবীর হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে পুলিশ। পরে গত শুক্রবার ভোরে গুইমারা উপজেলার আমতলী এলাকার একটি বাড়ি থেকে শেকল বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এ সময় সন্দেহভাজন অপহরণকারী চক্রের সদস্য নূর উদ্দিনকে আটক করা হয়েছে। এর আগে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী দিদারুল আলমসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রসঙ্গত, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের দক্ষিণ নাঙ্গলমোড়ার কাছিম মাঝির বাড়ি থেকে শিশু আপনকে অপহরণ করা হয়। সে হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন