রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

চাঁদপুরে অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষতি

প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুরের ফরিদগঞ্জে অগ্নিকান্ডে মার্কেন্টাইল ব্যাংকের শাখা অফিসের আংশিক ক্ষতিসহ ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। অগ্নিকা-ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল শনিবার বেলা একটার দিকে ফরিদগঞ্জ পূর্ব বাজারে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো- কালু মিয়ার লেপ-তোষকের দোকান, রিপনের সেলুন, টেলু মিয়ার ও জামাল হোসেনের মুদি দোকান, নাছির হোসেনের কনফেকশনারী, তাহের মিয়ার মোবাইল ও রুস্তুম আলীর সারের দোকান। এছাড়া মার্কেন্টাইল ব্যাংক ফরিদগঞ্জ শাখার সাইনবোর্ড, সামনের গ্লাস ও ব্যাংকের সার্ভারসহ আরো কিছু ইলেকট্রনিক্স মালামাল ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত টেলু মিয়া বলেন, প্রথমে লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আপপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকলবাহীন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ব্যাংক আংশিক ক্ষতিগ্রস্ত হলেও ৭টি দোকান পুড়ে যায়। চাঁদপুর সদর ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন