শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মেঘনা উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মালেক আখন্দ

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ উপলক্ষে চন্দনপুর মনির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. মালেক আখন্দ মাধ্যমিক পর্যায়ে কুমিল্লার মেঘনা উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা পারভীন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আমিনের নেতৃত্বে গঠিত বাছাই কমিটি গত ২০ জানুয়ারি তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করেন।

১৯৯৪ সালে সিদ্দিরগঞ্জ মিঝমিঝি হাজী বশির উদ্দিন জুনিয়র হাই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষকের অভিজ্ঞতা নিয়ে শেকড়ের টানে নিজের ইউনিয়নের চন্দনপুর মনির আহমদ উচ্চ বিদ্যালয়ে যোগ দেয়ার পর থেকে তার আপ্রাণ চেষ্টা প্রতিষ্ঠানটিকে উপজেলার এক নম্বরে উপনিত করেন। সহকর্মী ও পরিচালনা পর্ষদের আন্তরিক সহযোগিতায় ২০১৩, ২০১৪ ও ২০১৬ সালে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠন স্বীকৃতি পায় চন্দনপুর মনির আহমদ উচ্চ বিদ্যালয়। ব্যাক্তি জীবনে মালেক আখন্দ তিন সন্তানের জনক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন