রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

হিজলায় বাল্যবিয়ে প্রতিরোধ পর্যালোচনা সভা

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

হিজলা (বরিশাল) উপজেলা সংবাদদাতা : হিজলা উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে বাল্যবিয়ে নিরোধ আইন-২০১৭ বাস্তবায়ন লক্ষ্যে গতকাল উপজেলা পরিষদ চত্বরে এক পর্যালোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ আবদুল হালিম। তিনি হিজলা উপজেলা বাল্যবিয়ে প্রতিরোধ অগ্রগতি পদক্ষেপ দেখে উপজেলা প্রশাসনসহ সকলকে ধন্যবাদ জানান। তিনি আরো বলে বাস্তবতা উন্নতি ৯৫ ভাগ থেকে শতভাগে উন্নতি করতে হবে বলে সকলকে আহ্বান জানান। সভায় উপস্থিত হন স্কুল, মাদ্রাসা, কলেজের ছাত্র-শিক্ষক, মসজিদের ইমাম মুয়াজ্জিন, নিকাহ্ রেজিস্টার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার সাংবাদিক মহল ইসলামি ফাউন্ডেশন হিজলা উপজেলা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনসহ তার অধিনস্ত মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থায় নিয়োজিত ৭০ জন শিক্ষক, শিক্ষার্থী ও হাজারো সচেতন গন্যমান্য ব্যাক্তিবর্গ। সভায় পর্যালোচনা অংশ গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রাশেদ। এ ছাড়া পর্যালোচনা সভায় আলোচনায় অংশ গ্রহন করেন হিজলা বিশ^্যবিদ্যালয় কলেজ অধ্যক্ষ শ্রী খগেন চন্দ্র বিশ^াস, মাউলতলা ফাযিল মাদ্রাসা প্রিন্সিপাল মোঃ দেলোয়ার হোসেন, ওসি হিজলা এস, এম মাসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান, হিজলা কমিনিউটি পুলিশ সভাপতি মাস্টার নেয়ামত উল্লাহ (অবঃ) হিজলা বি, এল বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শ্রী প্রেমজি লাল, হিজলা প্রেস ক্লাবের সেক্রেটারী মোঃ দেলোয়ার হোসেন, সংহতি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ হেমায়েত হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার খলিলুর রহমান, হরিনাথপুর ইউপি সদস্য লিটন সরদার প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন