শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ঢাবিতে ছাত্র ধর্মঘট চলছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:৩৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রগতিশীল ছাত্রজোটের ডাকে ছাত্র ধর্মঘট চলছে। সোমবার সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবনে তালা দিয়ে অবস্থান নিয়েছেন ছাত্র জোটের নেতাকর্মীরা।
অন্যদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী প্রগতিশীল ছাত্রজোটের ধর্মঘটে সমর্থন দিয়ে মাঠে রয়েছেন ‘নিপীড়ন বিরোধী’ শিক্ষার্থীরা। এছাড়া ছাত্রজোটের এ ধর্মঘটে সমর্থন দিয়েছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল।
ক্যাম্পাসের কলা ভবন, ব্যবসা শিক্ষা অনুষদ ও কার্জন হলের বেশিরভাগ ক্লাসই ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে। তবে কয়েকটি বিভাগে ক্লাস চলছে।
এদিকে ধর্মঘট সফলে প্রগতিশীল ছাত্রজোট ও ‘নিপীড়ন বিরোধী’ শিক্ষার্থীরা ক্যাম্পাসে সকাল থেকেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে।
ঢাবি উপাচার্যের কার্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে হামলার ঘটনায় দায়ী ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেফতার, ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের শাস্তি, বিশ্ববিদ্যালয়ের খরচে আহতদের চিকিৎসা, প্রক্টর কার্যালয় ঘেরাও কর্মসূচির সময় ভাঙচুরের অভিযোগে মামলা প্রত্যাহার এবং বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচন দেয়ার দাবিতে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন