বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মাধবদীতে অবস্থান কর্মসূচি পালিত

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

নরসিংদী জেলা সংবাদদাতা : পৌরসভাসমূহের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন রাষ্ট্রীয় কোষাগার থেকে পরিশোধের দাবিতে তিন দিনব্যাপী গতকাল শেষ দিনেও কোনো কর্মকর্তা কাজে যোগদান করেনি। পানি সরবরাহ ছাড়া নরসিংদী জেলাধীন সাতটি পৌরসভায় কোন কাজ হয়নি। ৭২ ঘণ্টার কর্মবিরতির শেষ দিনেও কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টায় অফিসে গিয়ে কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করে। গত ২৮ জানুয়ারি থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে। গতকাল সকালে মাধবদী পৌরসভা কর্মকর্তা-কর্মচারীরা পৌরসভায় গিয়ে বারান্দায় অবস্থান নেয়। সেখানে তারা কয়েক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় তাদের দাবি-দাওয়ার স্বপক্ষে বক্তৃতা করেন পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি, মাধবদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, পৌরসভার সচিব কাজী মোস্তফা কামাল, সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মহিউদ্দিন, প্রধান সহকারী (ভারপ্রাপ্ত) ও টিকাদান সুপারভাইজার বজলুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা কামরুন নাহার প্রমুখ। বক্তারা বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ সরকারের উন্নয়ন কার্যক্রমের একটি অত্যাবশ্যকীয় অংশ। এদের চাকরি তথা জীবন-জীবিকার নিরাপত্তার জন্যই পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সরকারের আত্মীকরণ প্রয়োজন। এ ক্ষেত্রে পৌর কর্মকর্তা-কর্মচারীদের সরাসরি সরকারি কর্মচারী হিসেবে আত্মীকরণ করে তাদের বেতন-ভাতা পেনশন ইত্যাদি রাষ্ট্রীয় কোষাগার থেকে পরিশোধের দাবি জানান। তারা বলেন, তিন দিনের ধর্মঘটের পরও সরকার দাবি না মানলে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে জমায়েত হয়ে পৌর কর্মচারীরা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন