জয়পুরহাট জেলা সংবাদদাতা : জয়পুরহাটের কালাই উপজেলা মুরাইল গ্রামে একটি ডোবা থেকে গতকাল সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবার জানায়, সোমবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহিপুর কলেজ পাড়া গ্রামের তার নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। গতকাল সকালে কালাই উপজেলার ওই গ্রামের স্থানীয়রা এক যুবকের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেখানে মিলে তার পরিচয়। কালাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল লতিফ জানান, নিহত ব্যক্তি পাঁচবিবি উপজেলার মহিপুর কলেজ গ্রামের মানিক হোসেনের ছেলে নবীর হোসেন (৩৭)। সে প্রতিবন্ধী ছিল। রাস্তা চলাচলের সময় ডোবার পানিতে পরে তার মৃত্যু হয়েছে।
বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
ক্ষেতে ধানের চারা রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৩১) নামে এক কৃষিশ্রমিক প্রাণ হারিয়েছেন। গতকাল সকালে জেলার জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের হাঁটুভাঙা গ্রামের মাঠে রফিকুল ইসলাম কাজ করতে যায়। সে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কাশরা গ্রামের আব্দুস সামাদের পুত্র। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকালে জয়পুরহাট সদর উপজেলার হাঁটুভাঙা গ্রামের একটি মাঠে বোরো ধানের চারা রোপণের সময় ক্ষেতমজুর রফিকুল ওই ক্ষেতে গভীর নলক‚পের পানি সেচ দেয়ার সময় অসর্তকাবস্থায় বৈদ্যুতিক তারের হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। সাথে সাথে সেখান থেকে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে ভর্তির পরপরই চিকিৎসাধীন অবস্থায় রফিকুল মারা যায় ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন