শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সাভারে এলাকাবাসীর বাধার মুখে পালিয়ে গেলো অবৈধ সংযোগধারীরা

প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

সাভারে অবৈধ গ্যাস সংযোগ দেয়ার সময় এলাকাবাসীর বাধার মুখে অবৈধ সংযোগধারীরা পালিয়ে গেছেন। গতকাল রোববার ভোর রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে। গত তিন দিন ধরে সাভার উপজেলার উলাইল ও হেমায়েতপুরের বিভিন্ন স্থানে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক চলছে। এলাকাবাসী জানান, একটি চক্র প্রতিনিয়ত রাতের আঁধারে হেমায়েতপুরের পুর্বহাটি ও শ্যামপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে বাড়ির মালিকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। রোববার ভোর রাতে পুর্বহাটি ও শ্যামপুর এলাকায় ড্রেনের পাশের মাটি খুঁরে তিন ইঞ্চি পাইপ দিয়ে গ্যাস সংযোগ দেয়ার চেষ্টা করে ওই চক্রটি। পরে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে অবৈধ গ্যাস সংযোগকারীদের ধাওয়া দিলে তারা পাইপ রেখে পালিয়ে যায়। অসাধু কিছু পুলিশ সদস্য, গ্যাস সরবরাহ কোম্পানির কতিপয় ঠিকাদার নিয়ে চক্রটি গড়ে তোলায় কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। প্রতিবাদ করতে গেলে মিথ্যা মামলায় ঝুঁলিয়ে দেয়ার হুমকি দিচ্ছে। এলাকাবাসী আরও জানান, রাতের আঁধারে ওইসব গ্যাস সংযোগের সময় শ্রমিকরা পুলিশের হাতে ধরা পড়লেও চক্রটি মোটা অংকের টাকা দিয়ে ছাড়া পেয়ে আবারও গ্যাস সংযোগ দেয়ার চেষ্টা করে। সাভার তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উপমহাব্যবস্থাপক আতিকুর রহমান জানান, অবৈধ গ্যাস সংযোগধারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। যারা গ্যাসের ঠিকাদার পরিচয়ে এসব কাজ করছে তাদের চিহ্নিত করতে সকলের সহযোগিতা আশা করেন তিনি। যারা এসব ঘটনা ঘটাচ্ছে তাদেরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন