শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

শিবগঞ্জে কৃষক হত্যার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা

শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পনের রশিয়া এলাকায় প্রতিপক্ষের হামলায় আবদুল করিম (৫০) নামে এক কৃষক নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে ওই এলাকাবাসীর উদ্যোগে এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের সামনে ঘণ্টাব্যাপী মানবন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুন অর রশিদ, দুর্লভপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোতালেব আলীসহ অন্যানরা। এ সময় বক্তারা বলেন, কৃষক আবদুল করিমকে নৃশংসভাবে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসির দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন বক্তারা। কর্মসূচিতে ওই এলাকার প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করে। পরে উপজেলা প্রশাসনের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণায়নে স্মারকলিপি প্রদান করেন। উল্লেখ্য, গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে একই গ্রামের একরামুল হকের জমিতে সেচ দেয়ার জন্য ওই গ্রামের মালেক কুস্তুরের ছেলে আবদুল করিমের জমিতে শ্যালো ইঞ্জিন স্থাপন করছিলেন। এ সময় বাধা দিলে দুই জনের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে একরামুল হক ও তার দুই ছেলে জোহরুল, মেডুসহ আরো দুই সহযোগী কলি এবং উলি আলী লাঠি-কোদাল দিয়ে করিমের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার বাবার মৃত্যু হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন