শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বুড়িচং গ্রামীণ সড়কের বেহাল দশা

বুড়িচং (কুমিল্লা) থেকে আলমগীর হোসেন | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

কুমিল্লার বুড়িচং উপজেলার ১ নং রাজাপুর ইউনিয়নের বুড়িচং বারেশ্বর চৌমুহনী ভায়া লড়িবাগ টু শংকুচাইল সড়কের বেহাল দশা বিদ্যমান থাকায় সাধারণ জনগণ এখন যানবাহন নিয়ে চলতে গিয়ে দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে। সরেজমিন গিয়ে জানা যায়- বুড়িচং উপজেলার বারেশ্বর চৌমুহনী হয়ে লড়িবাগ হয়ে রাজাপুর রেল লাইনের সিন্দুরী ব্রিজ পেরিয়ে যে সড়কটি শংকুচাইলে গিয়ে পৌঁছেছে তা অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন নাজুক পরিস্থিতি বিরাজ করছে। রাজাপুর রেল লাইনের উত্তরাংশে সিন্দুরী ব্রিজের পশ্চিমাংশ অর্থাৎ বারেশ্বর ও লড়িবাগের অংশে বেশির ভাগ সড়কের পলেস্তারা খসে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। শীতকালে যেমন তেমন গ্রীষ্মকালে পানি ওই সমস্ত গর্তে পানি জমাট বদ্ধ হয়ে খানা খন্দকে পরিণত হয়ে যানবাহন থাক দূরের কথা, বেশির ভাগ মানুষ পায়ে হেঁটে ও চলাচল করতে ব্যাপক অসুবিধার সম্মুখীন হচ্ছে।
অথচ সরকার উপজেলার সাথে গ্রামীণ সংযোগ ব্যবস্থা উন্নয়নকল্পে বিভিন্ন কর্মসূচি প্রদান করলে ও সেগুলো যথাযথ বাস্তবায়নের পাশাপাশি সম বণ্টনের ঘাটতি রয়েছে। ফলে বুড়িচং উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে হিসেবে করলে ১ নং রাজাপুর ইউনিয়নে পাকা সড়কের সংখ্যা ও পরিমাণ অনেক কম হবে। যদি ও অনেক নেতারা নির্বাচনের আগে বলে থাকেন সম বণ্টন নিশ্চিতের পাশাপাশি উপজেলার অবহেলিত জনপদের সব কাঁচা সড়কের নির্মাণসহ গ্রামের অলি গলি পাকা করে দেবেন। বাস্তবে সেরকম কিছুই পরিলক্ষিত হচ্ছে না বরং এক পরিসংখ্যানে দেখা গেছে, বুড়িচং উপজেলার হেডকোয়ার্টার থেকে দক্ষিণাংশের গ্রামীণ সংযোগ সড়কসহ রাস্তাঘাটের যতটা উন্নত হয়েছে, উপজেলা হেডকোয়ার্টারের উত্তরাংশে ঠিক তেমনটা হচ্ছে না। ফলে যুগ যুগ ধরে অবহেলিত জনগণ শত চেষ্টা তদবির করেও যোগাযোগ ব্যবস্থার সঠিক উন্নয়ন করতে পারছে না। এর মধ্যে রাজাপুর ইউনিয়নের লড়িবাগ, ধারেশ্বর, চড়ানল, পাঁচোড়া, ঘিলাতলা, ভবেরমূড়া ও বারেশ্বর গ্রাম অন্যতম। অথচ ওই সমস্ত রাস্তা মেরামত ও গ্রামীণ সড়কের উন্নয়ন হলে সাধারণ জনগণ তাদের যানবাহন নিয়ে বারেশ্বর চৌমুহনী কিংবা ব্রাহ্মণপাড়া উপজেলার নগরপাড় গ্রামীণ সড়ক দিয়ে লড়িবাগ হয়ে ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর, হরিমঙ্গল, শশীদল রেল স্টেশন হয়ে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে খুব কম সময়ে যাতায়াত করতে পারবে। তাই এলাকার সাধারণ জনগণের কথা চিন্তা করে এবং সর্বোপরি সরকারের মিশন ভিশন বাস্তবায়নের লক্ষ্যে অচিরেই উপজেলার সর্বত্র সুষম বণ্টনের মাধ্যমে গ্রামীণ অবহেলিত জনপদের রাস্তা মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এগিয়ে আসা দরকার। উল্লেখ্য, বর্তমানে কুমিল্লা সালদা সড়কের সংস্কারের কাজ চলছে উক্ত সড়ক সংস্কারের কাজ শেষ হলে জনগণ যানবাহন নিয়ে খুব সহজেই জেলা শহর কুমিল্লা হয়ে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Md Mozammal hosain Rana ২২ আগস্ট, ২০২২, ২:৫৪ এএম says : 0
অনেক অনেক শুভকামনা দোয়া ও ভালোবাসা রইল আপনার জন্য
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন