শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মধ্যপাড়া পাথর খনিতে প্রতিদিন উৎপাদন ৪ হাজার মেট্রিক টন

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ জলিল সরকার : দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি) দ্বারা নির্মিত নতুন স্টোপ থেকে ৩ শিফটে পাথর উত্তোলন দিন দিন বাড়ছে। গত দুই দিনের ব্যবধানে পাথর উত্তোলন ১ হাজার টন বেড়ে প্রায় ৪ হাজার টনে দাড়িয়েছে। খনি সুত্রে জানা গেছে, গত ১ ফেব্রæয়ারী বৃহস্পতিবার তিন শিফটে পাথর উত্তোলন হয়েছে প্রায় ৪ হাজার মেট্রিক টন। গত মঙ্গলবার থেকে দুই দিনের ব্যবধানে পাথর উত্তোলন বেড়েছে ১ হাজার মেট্রিক টন। বিভিন্ন ধরনের প্রতিকুলতার মধ্যেও জিটিসি অতি দ্রæততার সাথে নতুন স্টোপ নির্মান ও খনি উন্নয়ন করে সফলতার সাথে তিন শিফটে পাথর উত্তোলন করছে এবং দিন দিন পাথর উত্তোলন বৃদ্ধি পাচ্ছে। জিটিসি’র পাথর উত্তোলন এভাবে বাড়তে থাকলে তারা উৎপাদনের লক্ষ্যমাত্রা পুরনে সক্ষম হবে বলেও সুত্রটি আশা করছেন। যা পাথর খনির উৎপাদনে হবে নতুন ইতিহাস।জানা গেছে, মধ্যপাড়া পাথর খনির ঠিকাদারী প্রতিষ্টান জার্মানীয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর অধীনে দক্ষ খনি শ্রমিকরা, রাশিয়ান ও বেলারুশিয়ান খনি বিশেষজ্ঞ দল এবং দেশী প্রকৌশলীরা ৩ শিফটে খনি উন্নয়ন ও পাথর উত্তোলন কাজে জড়িত রয়েছেন। প্রতিদিন তিন শিপটে পাথর উত্তোলন বাড়ছে যা বর্তমানে প্রায় ৪ হাজার টনে দাড়িয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
নাজির ৩ ফেব্রুয়ারি, ২০১৮, ২:৫২ এএম says : 0
খুব ভালো খবর
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন