শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনীতি

যারা রাইফেল ভেঙেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা -স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৮, ৩:৪৯ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে নয়, সেদিন যারা পুলিশের ওপর হামলা করেছে, রাইফেল ভেঙেছে এবং আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৮ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপির কাউকেই হয়রানি করা হচ্ছে না। সে দিনের ঘটনার ভিডিও ফুটেজ দেখেই জড়িত সন্ত্রাসীদের ধরা হচ্ছে। এর মধ্যে রাজনীতির কিছুই নেই।

আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশের সবার কাছে স্মার্ট ভোটার আইডি কার্ড পৌঁছে গেলে পাসপোর্টের জন্য আর পুলিশ ভেরিভিকেশন প্রয়োজন হবে না।

তিনি আরো বলেন, পাসপোর্ট অফিসকে ঢেলে সাজানো হয়েছে। দালাল চক্রকে বিদায় দিয়ে কর্মকর্তারা এখন সুষ্ঠুভাবে নিজেদের কাজ করে যাচ্ছেন।

বিশ্বের ১১৮টা দেশে বাংলাদেশের ই-পাসপোর্ট সেবা চালু করছে সরকার। শিগগিরই বাংলাদেশেও ই-পাসপোর্ট সেবা চালু করা হবে বলেও জানান মন্ত্রী।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন