উত্তরা হাই স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয় কলেজ প্রাঙ্গনে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন (এম পি)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক দেশ। জাতির জনকের স্বপ্ন আজ সত্যি পূরণ হয়েছে। অনুষ্ঠানের আয়োজক এবং সভাপতিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আজকের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে সকল ধর্মের নামে তেলাওয়াত হয়েছে দেখে আমি আনন্দিত ও মুগ্ধ । জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ ইতি মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে শুরু করেছেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষকে ভালোবাসেন বলেই বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ২০৪৫ সালের মধ্যে একটি স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পিত পরিকল্পনা করে ইতি মধ্যে কাজ শুরু করেছেন।
আজ বিকাল ৪টায় উত্তরা ৭ নং সেক্টরে অবস্থিত উত্তরা হাইস্কুল এন্ড কলেজ মাঠে নবীনবরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা -১৮ আসনের এমপি মোহাম্মদ হাবিব হাসান ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা (এম পি)। এ ছাড়াও উপস্হিত ছিলেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোর্শেদ আলম (পিপিএম) ও উত্তরা ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবাল। পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা, ত্রিবিটপ ও বাইবেল পাঠ শেষে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংগীত পরিবেশনা শেষে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান স্কাউট শিক্ষার্থীসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ। এ ছাড়াও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক,ঢাকা-১৮ আসনের এমপি মোহাম্মদ হাবিব হাসান (এম পি)। এসময় হবিব হাসান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে আপনারা নৌকা মার্কা ভোট দিলে আগামীতে তিনি উত্তরা হাইস্কুল এন্ড কলেজকে সরকারি করণ করে দিবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন