সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ঠাকুরগাঁওয়ে ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষকসহ আটক ৩৬

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

নাশকতার অভিযোগে ঠাকুরগাঁওয়ের ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষকসহ ৩৬ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ও শনিবার ভোর পর্যন্ত জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। 

ঠাকুরগাঁও শহরের ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুলের জুনিয়র শিক্ষক শিবিরকর্মী হারুন অর রশিদ (৩০)। ছাত্রদল কর্মী বিপ্লব হোসেন (২৫), রবিউল ইসলাম বাবু (৩৬), শিবিরকর্মী মোবারক হোসেন (৩০), কবির হোসেন (২৮)সহ ৩৬ জনকে আটক করে। পুলিশ জানায়, ৮ ফেব্রæয়ারি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায়কে কেন্দ্র করে ছাত্রদল ও শিবির কর্মীরা শহরে উদ্ধুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করার পরিকল্পনা করছিল। পরিকল্পনাকারি হিসেবে জেলা শহরের বিভিন্ন এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে ছাত্রদলের দুই কর্মী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৩ কর্মীকে আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ জানান, এ অভিযান অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন