সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ইউপি চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতার পাল্টাপাল্টি জিডি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সদর ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাবেক নেতা ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক একে অপরের বিরুদ্ধে অস্ত্রপ্রদর্শণের অভিযোগে এনে থানায় সাধারণ ডায়েরি করেছেন। গত শুক্রবার দিনে ও রাতে পৃথক দুইটি সাধারণ ডাইরি করা হয়। পুলিশ জানায়, দুটি সাধারণ ডাইরি সঠিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, শুক্রবার রাত ৮টায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাদী হয়ে একটি সাধারণ ডাইরি করেন। 

এর আগে বিষয়টি নিয়ে ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক য্বুলীগ নেতা মো. আবু হানিফা শুক্রবার দুপুরে ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ইউপি চেয়ারম্যান ও সাবেক য্বুলীগ নেতা মো. আবু হানিফা জানান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক একজন চিহ্নিত সন্ত্রাসী।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসান মাহমুদ বলেন, অস্ত্র প্রদর্শণ ও গুলি ছোড়ার অভিযোগ সত্য নয়। ছাত্রলীগের ভাবমূর্তী ক্ষুণœ করার জন্য এসব অভিযোগ তোলা হচ্ছে। ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. বদরুল আলম খান জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন