শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পাকুন্দিয়ায় বিনামূল্যে চক্ষুসেবা

| প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় দুই দিনব্যাপী বিনামূল্যে চার হাজার রোগীর চক্ষু চিকিৎসাসেবা ও ছানি অপারেশন করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. দীনমোহাম্মদ নূরুল হকের পৃষ্ঠপোষকতায় ও দীন মোহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়। কার্যক্রম রোববার থেকে শুরু হয়ে গতকাল সোমবার বিকেলে শেষ হয়।
এ উপলক্ষে গত রোববার সকালে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্স চত্ব¡রে আয়োজিত চক্ষুসেবা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. দীনমোহাম্মদ নূরুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, জাতীয় চক্ষু হাসপাতালের অধ্যাপক ডা. শহীদুল ইসলাম, অধ্যাপক ডা. এনামুল হক, সহযোগী অধ্যাপক ডা. মো. আবদুল কাদের ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ কে এম আনওয়ারুর রউফ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন