শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সড়কে সোলার ল্যাম্প স্থাপনের দাবি

| প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : আশাশুনি উপজেলার বুধহাটা বাজার এলাকায় সোলার সড়কবাতি স্থাপন সময়ের দাবিতে পরিণত হয়েছে। বাজারটির আইনশৃক্সক্ষলা রক্ষার্থে আধুনিকতম ব্যবস্থা গ্রহণ করা হলেও আলোর অভাবে তা ভেস্তে যাচ্ছে।
উপজেলার প্রধান বাণিজ্যিক ও প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত বুধহাটা বাজার। এখানে বিভিন্ন ব্যাংক-বীমা, ক্লিনিক, এনজিও, স্কুল-কলেজ, মাদরাসা, ফ্যাক্টরি এবং অসংখ্য পাইকারি ও খুচরা ব্যবসাপ্রতিষ্ঠান আছে। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত বাজারের ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করেন। কিন্তু রাতের আঁধারে মাঝেমধ্যে চুরি ও ছিনতাইয়ের পাশাপাশি অনৈতিক ঘটনা ঘটে থাকে। এসব অনাকাঙ্খিত ঘটনা এড়াতে বাজার কমিটির সভাপতি ও বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জি. আ ব ম মোছাদ্দেক নিজ উদ্যোগে ও বাজারের ব্যবসায়ীদের সহযোগিতায় বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করেন। এতে অপরাধপ্রবণতা কমেছে এবং মাঝেমধ্যে দু’একজন অপরাধীকে শনাক্ত করা গেছে। কিন্তু সন্ধ্যার পর অধিকাংশ স্থানে বিদ্যুতের আলো না থাকায় সড়কগুলো অন্ধকারাচ্ছন্ন ভ‚তুড়ে গলিতে পরিণত হয়। ফলে সিসি ক্যামেরা কার্যকর ভ‚মিকা পালন করতে ব্যর্থ হচ্ছে। এ জন্য সাশ্রয়ী সোলার সড়কবাতি স্থাপন করলে বাজারটির যেমন সৌন্দর্য বৃদ্ধি পাবে, তেমনি অন্ধকারে চুরি ও ছিনতাই কমে আসবে। সরকারের ডিজিটাল পরিকল্পনায় দেশের সকল ক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া লেগেছে। বৃহত্তর স্বার্থে সরকারের সংশ্লিষ্ট সেক্টরের মাধ্যমে উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র বুধহাটা বাজার এলাকায় সড়কবাতি স্থাপনের দাবি এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। উপজেলা প্রশাসনসহ জনপ্রতিনিধি ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের কাছে এলাকাবাসীর দাবি, অবিলম্বে বাজারটির সড়কগুলো সোলার সড়ক বাতির আওতায় আনা হোক।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন