শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

পুলিশ সোহেলকে গ্রেফতার করেনি -ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১:৪৪ পিএম

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কোনো ইউনিট বিএনপি নেতা হাবিবুন-নবী খান সোহেলকে গ্রেফতার করেনি। বিএনপির পক্ষ থেকে যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, অপপ্রচার।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি হেড কোয়ার্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, পুলিশ তাকে গ্রেফতার করেনি। বিভিন্ন মাধ্যমে যে খবরগুলো আসছে তা সত্য নয়। আমি সব ইউনিটের সঙ্গে কথা বলেছি, কেউ তাকে গ্রেফতার করেনি। জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য এরকম অপপ্রচার চালানো হচ্ছে।

ক’দিন ধরে যে গণগ্রেফতারে অভিযোগ করা হচ্ছে, এ বিষয়ে তিনি বলেন, কোনো গণগ্রেফতার হচ্ছে না। ৩০ জানুয়ারি পুলিশ ভ্যানে হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ভিডিও ফুটেজ দেখে দেখে গ্রেফতার করা হচ্ছে।

ডিএমপি কমিশনার বলেন, যদি শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করতে চায় তাহলে কেউ বাধা দিবে না। তবে যদি কেউ শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে তাহলে ছাড় দেওয়া হবে না। শক্ত হাতে দমন করা হবে। মানুষের জানমাল এবং সরকারি সম্পত্তি রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সদা প্রস্তুত রয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন