শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মহানগর

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়, আসামি কাজী সালিমুল হক ও শরফুদ্দিন আদালতে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:১৯ এএম

রায় উপলক্ষে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার দুই আসামি সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদকে আদালতে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে কারাগার থেকে তাদের পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসায় স্থাপিত পাঁচ নম্বর বিশেষ জজ আদালত নেয়া হয়।
আজ সকাল ১০টায় মামলার অন্যতম আসামি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া রায় শুনতে আদালতে যাবেন বলে জানা গেছে।
এ মামলার অন্য তিন আসামি হলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী। তারা সবাই পলাতক রয়েছেন।
আজ দুপুর নাগাদ বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার ছয় আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করবেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন