বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সীতাকুন্ডে মেলা কমিটির সংবাদ সম্মেলন

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

সীতাকুÐ (চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা: সীতাকুÐে শিব চতুদর্শী মেলা উপলক্ষে চন্দ্রনাথধামের মেলা কমিটির এক সংবাদ সম্মেলন সীতাকুÐ পৌরসভাস্থ উপজেলা সুপার মার্কেট দ্বিতীয় তলা প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় সনাতন সম্প্রাদায়ের অন্যতম শিব চতুদর্শী মেলার সার্বিক ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত ধারণা পত্র পাঠ করেন,মেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী। সীতাকুÐ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তীর সঞ্চালনায় এসময় ধারণা পত্রে বলা হয়েছে কলিযুগের সব চেয়ে বড় ও প্রধান ঐতিহ্যবাহী হিন্দু স¤প্রদায়ের ধর্মীর্য় শিব চতুর্দশী মেলা আগামী ১৩ থেকে ১৫ ফেব্রæয়ারী পর্যন্ত তিনদিন ব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। এসময় দেশ ও বিদেশ থেকে পূণ্যার্থীরা পূণ্য লাভের আশায় চন্দ্রনাথ ধামে প্রতি বছর তীর্থ দর্শন করতে ছুটে আসে লাখ লাখ হিন্দু ধর্মালম্বী নর নারী । কথিত রয়েছে একজন হিন্দু ধর্মালম্বী মানুষ পৃথিবীর সব তীর্থস্থান দর্শন করলেও অন্তত একবার যদি সীতাকুÐ তীর্থ ভূমি দর্শন না করে তাহলে তার তীর্থ দর্শন সম্পূর্ণ হয় না। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে সকল রকম নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া তীর্থ যাত্রীদের নিরাপত্তার জন্য র‌্যাব, পুলিশ আনসার বিডিবি ও সংশ্লিষ্ঠ অন্যান্য সংস্থা সমুহ মেলা চলাকালীন সময় সার্বক্ষনিক সহাযোগীতা করবেন । এসময় বক্তব্য রাখেন,প্রেস ক্লাব সভাপতি এম.সেকান্দর হোসাইন, অধ্যাপক রনজীত শাহা, সীতাকুÐ পৌরবাজার কমিটির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, কাউন্সিলর শফিউল আলম চৌধুরী মুরাদ, তপন চক্রবর্তী, শমীর কান্তি শর্মা, স্বপন কুমার বণিক, বিঞ্চু ভট্টাচার্য, বিঞ্চুচরণ দাস, শীমুল বর্হ্মচারী প্রমুখ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন