বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বালাগঞ্জে ছয় শতাধিক চক্ষু রোগিকে ফ্রি চিকিৎসা ও ওষুধপত্র বিতরণ

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা: সিলেটের বালাগঞ্জে মোহাম্মদ বেলাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় ও দ্য বৃটিশ মুসলিম স্কুল ইউকে’র প্রিন্সিপাল মাওলানা এম.এ কাদির আল হাসানের ব্যবস্থাপনায় দিন ব্যাপি চক্ষু শিবির সম্পন্ন হয়েছে। গত বৃস্পতিবার উপজেলার পূর্ব গৌরিপুর ইউনিয়নের হাড়িয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ফ্রি চক্ষু সেবা প্রদান করা হয়। দিনব্যাপী ৬৬৮ জনকে চিাকিৎসার পাশাপাশি ফ্রি অষুধ বিতরণ করা হয় এবং ৭০ জনকে ছানি অপারেশনের জন্য বাচাই করে চিকিৎসা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ কে এম মনোওর আলী, দ্য বৃটিশ মুসলিম স্কুল ইউকে’র প্রিন্সিপাল মাওলানা এম.এ কাদির আল হাসান, সিলেট মহানগর আল ইলাহর সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, মাওলানা কাজী আ ফ ম আব্দুল কাইয়ুম, মাওলানা রফিকুল ইসলাম খান, সিলেট পশ্চিম জেলা তালামীযের সাধারণ সম্পাদক জাহেদুর রহমান, বালাগঞ্জ আল ইসলাহর সভাপতি মাওলানা লুৎফুর রহমান সিরাজী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তহুর, হাফিজ ফাতির আহমদ, সাংবাদিক আবুল কালাম আজাদ, বালাগঞ্জ উপজেলা তালমীযের সভাপতি আতিকুর রহমান, দক্ষিন সুরমা থানা তালামীযের সভাপতি আলাউদ্দিন পাশা প্রমূখ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন