শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কোটালীপাড়ার হিরন ইউনিয়নের নির্বাচন ১৫ দিন স্থগিত

প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা

উচ্চ আদালতের আদেশে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরন ইউনিয়নের নির্বাচন ১৫ দিন স্থগিত করা হয়েছে। দ্বিতীয় ধাপে আগামী ৩১ মার্চ এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আ.লীগ থেকে মুন্সী এবাদুল ইসলাম ও গোলাম কিবরিয়া দাড়িয়াকে প্রত্যয়ন দেয়া হয়। তারা দু’জনেই দলীয়ভাবে মনোনয়নপত্র দাখিল করেন। বিষয়টি প্রথমে এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও পরে প্রশাসনিকভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু সব উদ্যোগ ব্যর্থ হয়। হিরন ইউনিয়নের রিটার্নিং অফিসার দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করেন। মনোনয়নপত্র বৈধ করতে তারা আপিল করেন। নির্বাচন কমিশন কর্তৃপক্ষ তাদের অপিল খারিজ করে দিলে দুই প্রার্থী হাইকোর্টে রিট করেন। সেখানেও তাদের রিট খারিজ করে দেন বিজ্ঞ বিচারক। অবশেষে তারা সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হন। সেখানে তারা ফের রিট করেন। সর্বোচ্চ আদালত নির্বাচন ১৫ দিনের জন্য স্থগিত করে ওই দুই চেয়ারম্যান প্রার্থীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আদেশ দিয়েছেন। গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো: ওহেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালত হিরন ইউনিয়নের নির্বাচন ১৫ দিনের জন্য স্থগিত করেছে। দুই চেয়ারম্যান প্রার্থী মুন্সী এবাদুল ইসলাম ও গোলাম কিবরিয়া দাড়িয়াকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার আদেশ দিয়েছেন। তবে পরবর্তী তারিখ জানা যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন