শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

রাজবাড়ী বিএনপির সংবাদ সম্মেলন

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


গোয়ালন্দ ( রাজবাড়ী ) উপজেলা সংবাদদাতা : নাশকতার আশংকায় রাজবাড়ী জেলা বিএনপির সহ-সভাপতি আফসার আলী সরদারসহ ২২ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল থেকে শনিবার ভোররাত পর্যন্ত জেলার পাচটি উপজেলা থেকে তাদের আটক করা হয়। এর মধ্যে রাজবাড়ী জেলা বিএনপির সহ সভাপতি আফসার আলী সরদারকে শহরের ভবানীপুর তার নীজের ইট ভাটা থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ দিকে নেতাকর্মীদের আটক ও শান্তিপুর্ন কর্মসুচী পালন করতে না দেওয়ার অভিযোগে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম তার বাসভনে সংবাদ সম্মেলন করেছেন। এ সময় তিনি বেগম খালেদা জিয়াসহ আটক বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবী জানান, এবং প্রশাসনের কাছে শান্তিপূর্ন কর্মসুচী পালন করতে সহযোগিতা কামনা করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন