শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বেতাগীতে কলেজছাত্র মামুন হত্যাকান্ড হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা

বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রামে বেতাগী ডিগ্রি কলেজের ছাত্র মো: মামুন তালুকদারের হত্যাকারীদের সুষ্ঠু বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকাবাসী। গতকাল সোমবার সকাল ১১টায় হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও দুপুরে বেতাগী ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা পৃথক পৃথকভাবে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। হোসনাবাদে রাসেল স্কোয়ার চত্বরে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপন, সিনিয়র শিক্ষক মো: আবুল কাশেম, ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি তরিকুল ইসলাম সবুজ। উপজেলা সদরে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনকালে বক্তব্য রাখেন বেতাগী পৌরসভার কাউন্সিলর আব্দুর রহিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহামুদুল হাসান মোহসিন, ইউপি সদস্য মো: জামাল হোসেন, নিহত মামুনের ফুফাতো ভাই মো: নেছার উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এফ এম সোহেল হাওলাদার ও ছাত্রদল নেতা ইকবাল হোসেন বুলেটসহ নেতৃবৃন্দ। এসময় তারা সংশ্লিষ্ট প্রশাসনের নিকট হত্যাকারীদের সুষ্ঠু বিচার দাবি করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন