শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর নিহত শহরে বিক্ষোভ, সড়ক অবরোধ

প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ায় উপর্যপুরি ছুরিকাঘাতে এক কিশোর খুন হয়েছে। এ ঘটনায় নিহতের বন্ধুরা সড়ক বন্ধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও ককটেল বিষ্ফোরণ ঘটায়। জানা যায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের দাতিয়ারার আকরাম হোসেন সরকার শুভ (১৭)-কে বাসা থেকে ডেকে নিয়ে তিন যুবক তার বুকে উপর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় যুবকরা। তার চিৎকারে বাসায় থাকা নিহতের বাবা আব্দুর রহিম সরকার ও তার ছোট ভাই আকরাম হোসেন শান্ত তাকে দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। তার মৃত্যুর সংবাদে তার বন্ধুরা শহরের প্রধান সড়ক কালীবাড়ি মোড়ে রাস্তা বেরিকেড দিয়ে গাড়ি ভাঙচুর চালায়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটে। নিহতের ছোট ভাই শান্ত জানায়, তিন যুবক বাসা থেকে ডেকে নিয়ে ভাইয়ের বুকে তিনটি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তার প্রচুর রক্তক্ষরণ হলে পথিমধ্যে তার মৃত্যু হয়। নিহত আকরাম হোসেন সরকার শুভ স্থানীয় নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। গতকাল সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের টিএ রোড, কালীবাড়ি মোড় অতিক্রম করার সময় ৪/৫টি ককটেল বিষ্ফোরণ ঘটে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মইনুর রহমান জানান, কি কারণে এই হত্যাকা- ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে এখনো কোন মামলা হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন