শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কোটালিপাড়ায় এসএসসির প্রশ্নপত্র ফাঁসের অপরাধে গ্রেফতার ৩

কোটালিপাড়া উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ৫:২৫ পিএম

গোপালগঞ্জের কোটালিপাড়ায় চলতি এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অপরাধে ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার কোটালিপাড়া থানার এসআই মোশারফ হোসেন ও এসআই মোজাহিদুল ইসলাম এক গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সিকির বাজার পাবলিক ইন্সটিটিউশন মডেল পরীক্ষা কেন্দ্রের কাছ থেকে তাদেরকে গ্রেফতার করে, এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোনে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি পরীক্ষার উত্তরপত্র পাওয়া যায়। গ্রেফতারকৃতরা হল, বান্ধাবাড়ী গ্রামের হেলাল উদ্দিন তালুকদারের ছেলে প্রাইভেট শিক্ষক ছালাউদ্দিন তালুকদার (৩৫) আলী আজম বিশ্বাসের ছেলে পরীক্ষার্থী ফেরদাউস বিশ্বাস(১৭) ও মুজিবর শেখের ছেলে পরীক্ষার্থী মেহেদী শেখ (১৭)। কোটালিপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ কামরুল ফারুক বলেন, পরীক্ষার হলে সরবরাহকৃত প্রশ্নের সাথে গ্রেফতারকৃতদের কাছ থেকে পাওয়া উত্তরপত্রের মিল রয়েছে, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং এ ঘটনার সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা সেটা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন