বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের বেহাল দশা

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


দুপচাঁচিয়া (বগুড়া) থেকে মোঃ গোলাম ফারুক: বগুড়া-আক্কেলপুর ভায়া দুপচাঁচিয়া সড়কের বেহাল দশা। সড়কটি বিভিন্ন স্থানের পিচ উঠে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যাত্রীবাহী বাস সহ বিভিন্ন যানবাহন ও এলাকাবাসী চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
দুপচাঁচিয়া উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তরে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা। বগুড়া-আক্কেলপুর ভায়া দুপচাঁচিয়া চলাচলের গুরুত্বপূর্ণ এই সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন বগুড়া থেকে বিভিন্ন যাত্রীবাহী বাস, ট্রাক, মাইক্রো সহ বিভিন্ন যানবাহন আক্কেলপুর হয়ে জয়পুরহাট জেলা সদর সহ স্থল বন্দর হিলিতে যাতায়াত করে। দুপচাঁচিয়া উপজেলা সরকারি খাদ্য গুদাম ও দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। খাদ্য গুদামে নিয়মিত ধান, চাল ও গম বোঝাই ট্রাক চলাচল করে। এছাড়াও এই সড়কের পাশের্^ই আক্কেলপুর উপজেলার গোপিনাথপুরের ঐতিহ্যবাহী মাসব্যাপী মেলা বসে থাকে। ফলে রাস্তাটির গুরুত্ব আরো বেশি। এই সড়কটি দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর, গুনাহার ও চামরুল ইউনিয়নের লোকজনের উপজেলা সদরের যাতায়াতের একমাত্র পথ। সড়কটি প্রায় ৪ থেকে ৫ বছর যাবত সংস্কার করা হয়নি। সংস্কার বিহীন এই সড়কের বিভিন্ন স্থানের পিচ সহ কার্পেটিং এর পাথর ওঠে গর্ত সৃষ্টি হয়েছে। দুপচাঁচিয়া থেকে বেড়াগ্রাম বাসষ্ট্যান্ড পর্যন্ত সড়কটি সড়ক ও জলপথ বিভাগ চলতি বছরে অস্থায়ী ভাবে সংস্কার করলেও বেড়াগ্রাম থেকে জিয়ানগর হয়ে গোপিনাথপুর পর্যন্ত রাস্তাটি সংস্কার না করায় সড়কটির অবস্থা করুন। যা বেহাল দশায় পরিনত হয়েছে। এতে যানবাহন সহ সাধারণ মানুষের চলাচলের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে এই এলাকার অসুস্থ্য রোগী সহ গর্ভবতী মা’দের দুপচাঁচিয়া হাসপাতালে নেওয়া কষ্টকর। এই ব্যাপারে গতকাল ১১ ফেব্রæয়ারি রোববার দুপচাঁচিয়া জিয়ানগর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হাকিম তালুকদার, চামরুল ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান আলী এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তারা “দৈনিক ইনকিলাব” কে জানান, সড়কটি প্রায় ৫ বছর পূর্বে সড়ক ও জনপথ বিভাগ থেকে স¤প্রসারনসহ বড় আকারের সংস্কারের পদক্ষেপ নিলেও অজ্ঞাতকারনে মাঝ পথে তা থেকে যায়। সম্প্রতি সড়কটির কিছু সংস্কার করলেও জিয়ানগর থেকে গোপিনাথপুর পর্যন্ত সড়কটির এখনো বেহাল দশা। খানা খন্দকে ভরা সড়কটি অদ্যবধি তা সংস্কার না হওয়ায় তার অবস্থা বড় করন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন