বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নড়াইলে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বাড়িঘর ভাঙচুর-গুলিবর্ষণ

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


নড়াইল জেলা সংবাদদাতা: নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা গ্রামে এলাকায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দুপক্ষের অন্তত সাতটি বাড়িঘর ভাংচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের ১৪ রাউন্ড ফাঁকাগুলি ছোঁড়ে। শনিবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসীসূত্রে গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আমাদা গ্রামের আবুল কাশেম খান এবং আলী আহম্মেদ খানের সমর্থকদের মধ্যে দ্বন্দ-সংঘাত চলে আসছিল। এর জের ধরে শনিবার সন্ধ্যায় দেশিয় অস্ত্র নিয়ে দুইপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দু’পক্ষ প্রতিপক্ষের অন্তত সাতটি বাড়িঘর ভাংচুর শুরু করে।
এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের ১৪ রাউন্ড গুলি ছোঁড়া হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে’।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন