শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মির্জাপুরে প্রশ্নপত্র ফাঁসের অপরাধে যুবকের জেলা জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১:৪২ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে প্রশ্নপত্র ফাঁসের অপরাধে জাকির হোসেন (২৯) নামের এক যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার মির্জাপুর কলেজ কেন্দ্রের মাঠে এ ঘটনা ঘটে। মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আজগর হোসেন এ সাজা দেন। জাকির হোসেন উপজেলার আনাইতারা ইউনিয়নের খাগুটিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
মঙ্গলবার সকালে এসএসসি’র পদার্থ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা শুরু আগে মির্জাপুর কলেজ কেন্দ্রের বাইরে জাকির হোসেন তার মোবাইল ফোনে পাওয়া প্রশ্নপত্র চাচাতো বোনসহ আরও কয়েকজন পরীক্ষার্থীকে সরবরাহ করছিল। এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক পুলিশের সহায়তায় তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা প্রদান করেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক বলেন, পাবলিক পরীক্ষার আইনে ভ্রাম্যমাণ আদালত সাজা দিয়েছে বলে জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন