শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আশাশুনির খানকায়ে আজিজীয়ায় ওরশ কাল

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা: আশাশুনি উপজেলার গুনাকরকাটি খানকায়ে আজিজীয়ায় ওরশ শরীফ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। ইতোমধ্যে ওরশ অনুষ্ঠানের জন্য সকল কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। ওরশ শরীফ একদিনের হলেও মূলত মূল কার্যক্রম ৩ দিন ধরে চলে। আর এক সপ্তাহ আগে থেকে মুরীদ, আশেকান ও ব্যবসা প্রতিষ্ঠানের আগমন ঘটে। শুক্রবার আনুষ্ঠানিক অনুষ্ঠান সমাপ্ত হলেও তা চলবে প্রায় মাস ব্যাপী। কেবল চলবে না বরং সরগরম থাকবে ওরশ স্থান ও পুরো মাঠ। হওযরত গাওছুল আযম দেহলবী (রহ.) ও গওছুল আযম খুলনবী (রহ.)-এর পাক ওরশ অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে তাশরীফ আনবেন নূরে চশমে হযরতে ইমামে রব্বানী, গুলেবাগে মুজাদ্দীদ হযরত আলহাজ্ব শাহ আবু নসর আনাছ ফারুকী দিল্লী হুজুর। অনুষ্ঠানে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ফরিদপুর, ঢাকা, খুলনা, যশোরসহ দেশের বিভিন্ন জেলা এবং লন্ডন ও ভারতের বিভিন্ন প্রদেশের লক্ষ লক্ষ মুরীদান ও আশেকান ওরশে অংশ নেবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন