বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার পাবনা জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শহরের লাহিড়ীপাড়া এলাকার কার্যালয়ের সামনে বেলা ১১টার দিকে প্রতীকী অনশন কর্মসূচি পালন করে। এ সময় অফিসের সামনের রাস্তায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। শান্তিপূর্ণভাবে অনশন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, বিএনপি’র সহ-সভাপতি আব্দুস সামাদ খান মন্টু,পৌর বিএনপি’র সভাপতি সাব্বির হাসান বাচ্চু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোসাব্বির হোসেন সঞ্জু প্রমুখ। বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নি:শর্ত মুক্তি একই সাথে তাঁর বিশেষ সহকারী অ্যাড. শিমুল বিশ্বাসসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীর মুক্তির দাবি জানানো হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন