শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

হাসান উদ্দিন সরকার দুই দিনের রিমান্ডে

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

টঙ্গী সংবাদদাতা : বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারকে টঙ্গী মডেল থানায় দুই দিনের রিমান্ডে আনা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টায় অসুস্থ্য অবস্থায় তাকে একটি অ্যাম্বুলেন্সে করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে টঙ্গী মডেল থানায় আনা হয়।
গত মঙ্গলবার তার জামিন আবেদন নাকচ করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন গাজীপুরের একটি আদালত।
হাসান উদ্দিন সরকারের বড় ছেলে সরকার সাইফুল ইসলাম বিপ্লব জানান, উভয় পায়ে রক্ত সঞ্চালন জনিত সমস্যার কারণে হাসান সরকার বর্তমানে অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করতে পারেন না। তিনি একজন অর্থোপেডিক ডাক্তারের অধীনে চিকিৎসাধীনে ছিলেন। এ অবস্থায়ই গত ৬ র্ফেরুয়ারি তাকে গ্রেফতার করে পুলিশ। তার অসুস্থতা জনিত ডাক্তারি সনদ ও বয়স বিবেচনা করে গত মঙ্গলবার জামিনের আবেদন করেন গাজীপুর বারের সিনিয়র আইনজীবীরা।
শুনানী শেষে আদালত তার জামিনের আবেদন নাকচ করেন এবং পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পৃথক আবেদনের প্রেক্ষিতে তাকে অ্যাম্বুলেন্সে আনা-নেয়ারও নির্দেশ দেন আদালত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন