শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নোয়াখালীতে আবু জাফর শিক্ষা সহায়তা প্রকল্পের শিক্ষা উপকরণ বিতরণ

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


নোয়াখালী ব্যুরো : নোয়াখালীর পৌরসভার সোনাপুরে ”আবু জাফর শিক্ষা সহায়তা প্রকল্প’র” উদ্যোগে মেধাবী ও অস্বচ্ছল ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করা হয়। গত মঙ্গলবার বিকালে নোয়াখালী পৌরসভার সোনাপুরে আবু জাফর শিক্ষা সহায়তা প্রকল্পের অধিভুক্ত ৭৪ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ হিসেবে বিভিন্ন শ্রেণীর পাঠ্য বই, বাংলা ও ইংরেজী ব্যাকরণ, খাতা, কলম ও পেন্সিল বিতরন করা হয়। বন্ধনের নির্বাহী পরিচালক মো. আমিনুজ্জামান মিলন জানান, যেসব ছাত্র-ছাত্রীর অর্থ ও উপকরনের অভাবে শিক্ষাজীবন ব্যাহত হচ্ছিল তাদেরকে সহায়তা করার জন্যই গত বছরের নভেম্বরে আবু জাফর শিক্ষা সহায়তা প্রকল্প প্রতিষ্ঠিত হয়। বাড়ি ভিত্তিক জরিপের মাধ্যমে প্রকল্পের সহায়তায় নির্বাচিত ৭৪ জন ছাত্র-ছাত্রীকে ইতোমধ্যে সদর উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারী বিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। এই প্রকল্প ৭৪ জন শিক্ষার্থীর আগামী এক বছর শিক্ষার ব্যয় বহন করবে। উল্লেখ্য, বৃটেন প্রবাসী আবু জাফর ভবিষ্যতে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন ।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন