বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ভীতসন্ত্রস্ত অলিতলা মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

কুমিল্লা থেকে সাদিক মামুন : কুমিল্লা বরুড়া উপজেলার অলিতলা ফাজিল মাদরাসার আলোচিত অধ্যক্ষ মোহাম্মদ মোহসিন রেজাকে সাময়িক বরখাস্ত করার পর ভারপ্রাপ্ত অধ্যক্ষকে মাদরাসার সবধরণের সভা ও প্রশাসনিক এবং স্বাক্ষর সংক্রান্ত কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছেন বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম। শিক্ষা কর্মকর্তার এমন নির্দেশনায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
মাদরাসার উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম গতকাল জানান, ‘আমি দায়িত্বপ্রাপ্তির দুইটি সভা এবং রেজুলেশনে স্বাক্ষরও করেছি। কিন্তু গত ৬ ফেব্রæয়ারি উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আমাকে ফোনে বলেছেন এখন থেকে যাতে কোন সভা বা কোনরকম কাগজপত্রে স্বাক্ষর না করি। করলে আমি বিপদে পড়বো। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার এমন নির্দেশনার পর থেকে আমি সব ব্যাপারে চুপচাপ রয়েছি’। জানতে চাইলে বরুড়া উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষকে বলেছি আপনি এখন থেকে কোন কাগজপত্রে স্বাক্ষর করলে ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) মহোদয়কে জানিয়ে করবেন।’ এ প্রসঙ্গে গভর্নিং বডির সাবেক সভাপতি মনিরুজ্জামান বাবলু বলেন, ‘ভারপ্রাপ্ত অধ্যক্ষের কথা শুনে মনে হয়েছে উনি ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন। শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ফোনে এভাবে বলতে পারেন না। বিষয়টি এখন ইসলামি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখবে’। উল্লেখ্য, বিভিন্ন অনিয়ম এবং ১৫ লক্ষাধিক টাকা আত্মসাতের ঘটনায় গত ৩১ জানুয়ারি ইসলামি বিশ্ববিদ্যালয় আইনের সংশ্লিষ্ট ধারার প্রদত্ত ক্ষমতাবলে ফাজিল ও কামিল মাদরাসা অধিভূক্তি সংক্রান্ত অর্ডিন্যান্স মোতাবেক মোহসিন রেজাকে অধ্যক্ষ পদ থেকে সাময়িক বরখাস্ত করে মাদরাসা গভর্নিং বডি।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন