বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কাপ্তাই কমিউনিটি ক্লিনিকে সেবা কার্যক্রম বন্ধ

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা : চাকরি রাজস্ব করণের দাবিতে প্রায় এক মাস ধরে কাপ্তাই উপজেলা তথা দুর্গম পাহাড়ি এলাকায় কমিউনিটি ক্লিনিক সেবা বন্ধ রয়েছে। স্বাস্থ্যসেবা না নিতে পেড়ে বহু রোগী এলাকায় অসুস্থ হয়ে পড়ছে। জানা যায় কাপ্তাই উপজেলার ছয়টি কমিউনিটি ক্লিনিক এলাকায় প্রতিনিয়ত সেবা দিয়ে সকলের নিকট অতি পরিচিতি লাভ করে। এছাড়া কাপ্তাই উপজেলার দূর্গম পাহাড়ি হরিণ ছড়া নামক এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্টির লোকজন ঐ ক্লিনিকে নিয়মিত স্বাস্থ্য সেবা গ্রহন করতো। ক্লিনিকে কর্মরত লোকজন চাকরি রাজস্ব করনের দাবিতে সকল চিকিৎসা সেবা কার্যক্রম বন্ধ করে দিয়ে গত ২০ জানুয়ারি হতে ঢাকায় আন্দোলন করে চলছে। যার ফলে এলাকার অসহায়, দুস্থ -গরীব লোকজন স্বাস্থ্যসেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।
এদিকে হরিণছড়া নামক এলাকায় পাহাড়ী পল্লীর ক্ষুদ্র নৃ-গোষ্টির লোকজন স্বাস্থসেবা না পেয়ে অনেই অসুস্থ হয়ে পড়েছে বলে জানা যায়। কাপ্তাই উপজেলা আইনশৃঙ্কলা মাসিক সভায় কাপ্তাই ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ এ ব্যাপারে উদ্যোগ প্রকাশ করেন। তিনি বলেন, এলাকায় স্বাস্থ্যসেবা চালু রেখেও আন্দোলন করতে পাড়ত, তা না করে ক্লিনিকে তালা বন্ধ করে আন্দোলন করছে। আর অসহায় লোকজন স্বাস্থ্যসেবা হতে বঞ্চিত হয়ে পড়েছে। এদিকে কাপ্তাই একটি কমিউনিটি ক্লিনিকের প্রোপাইটার বলেন, দাবি আদায় না হওয়া পযর্ন্ত ক্লিনিক বন্ধ থাকবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন