৯ পৌরসভা ও ১২৭টি ইউনিয়ন পরিষদে আগামী ২৯ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চারটি পৌরসভায় সাধারণ, একটি পৌরসভায় মেয়র পদে উপনির্বাচন, চারটি পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে উপনির্বাচন, ৩৪ ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন এবং ৯৩ ইউনিয়ন পরিষদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
হেলালুদ্দীন আহমদ বলেন, এসব পৌরসভা ও ইউনিয়ন পরিষদে আগামী ২৯ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর মনোনয়নপত্র দাখিল ১ মার্চ এবং মনোনয়নপত্র প্রত্যাহার ১২ মার্চ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন