শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

আমতলীতে নির্বাচনোত্তর সহিংসতা : বিজয়ী চেয়ারম্যানসহ ৪৪ জনের বিরুদ্ধে ৬ মামলা

প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা
আমতলীতে নির্বাচনোত্তর সহিংসতায় যমুনা টিভির সাংবাদিক নির্যাতিন ও এলাকার বাড়িঘর, দোকানপাট ভাঙচুরের ঘটনায় আ.লীগের বিজয়ী চেয়ারম্যানের বিরুদ্ধে দ্রুত বিচার আইনসহ কোর্টে ৬টি মামলা দায়ের করা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, যমুনা টিভির বরগুনা জেলার সাংবাদিক জাবের আমতলীর চাওড়া ইউপির নির্বাচনোত্তর সহিংসতার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে আ.লীগের বিজয়ী চেয়ারম্যান আক্তারুজ্জামান বাদল খানের বড় ভাই দুলাল খান ও ছোট ভাই আলমাছ খানসহ ২০/২৫ জন তার ওপর আক্রমণ করে কর্তব্যরত কাজে বাধা দেয়, শারিরীক নির্যাতন করে এবং ক্যামেরা, ল্যাপটপ, মোবাইল ছিনিয়ে নেয়। এব্যাপারে আমতলী থানায় দ্রুত বিচার আইনে ১টি মামলা হয়। মামলা নং-২৬/১৬। অপর দিকে বিজয়ী চেয়ারম্যান আক্তারুজ্জামান বাদল খান তার বড় ভাই দুলাল খান ছোট ভাই আলমাছ খান এবং তাদের দলীয় সশস্র সন্ত্রাসে বেশ কয়েকটি দোকানপাট বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনায় চাওড়া ইউনিয়নে ৯ নং ওয়ার্ডের আ. বারেক গাজী পিতা-আবদুল গাজী, গোলাম মস্তফা পিতা-বাছের হাং, নব মিয়া পিতা-লাল মিয়া হাং, চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান তার ভাই দুলাল খানসহ ৩০/৩৫ জনের বিরুদ্ধে এবং একই ওয়ার্ডের ফারুক প্যাদা পিতা-রেজা প্যাদা, দুলাল খানসহ ৮ জনের বিরুদ্ধে, জমির হাং পিতা-আ. মজিদ, হাচন বিশ্বাসের পুত্র ছাদেক বিশ্বাসসহ ৯ জনের বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে সন্ত্রাসী, চাঁদাবাজী ও মালামাল লুটপাট ধারামতে পৃথক ৬টি মামলা দায়ের করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন