বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পান বিক্রেতা নিহত

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহ শহরের সরকারি কেশবচন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ এলাকায় গতকাল রোববার ভোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জালাল উদ্দীন (৪২) নামে এক পান বিক্রেতা নিহত হয়েছেন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কাশিপুর গ্রামের তকিম উদ্দীনের ছেলে। স্থানীয় ইউপি মেম্বর রবিউল ইসলাম রবিন মেম্বার জানান, রোববার ভোর সাড়ে ৪টার দিকে ঝিনাইদহের সাপ্তাহিক হাটে জালাল উদ্দীন পান বিক্রি করে বাড়ি ফিরছিলেন। তিনি শহরের কেশবচন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তার গতিরোধ করে মোবাইল, টাকা ও বাইসাইকেলে ছিনিয়ে নিতে যায়। জালাল উদ্দীন দুর্বৃত্তদের বাধা দিলে তার বুকের ডান দিকে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় শিকদার মার্কেটের নাইটগার্ড ও টহল পুলিশ জালাল উদ্দীনকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করলে পথিমধ্যে তিনি মৃত্যুবরণ করেন। জালালের সঙ্গে থাকা নিহতের ভাতিজা মনোয়ার হোসেন ও রাধাকান্তপুর গ্রামের রনি জানান, ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্তের পক্রিয়া চলছে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ খবরের সত্যতা স্বীকার করে জানান, আমরা ছিনতাইকারীকে ধরার জন্য চেষ্টা চালাচ্ছি। আশা করা যায়, দ্রæতই গ্রেফতার করা সম্ভব হবে।



 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন