বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

লামায় অবাধে বৃক্ষ নিধন, জীববৈচিত্র হুমকির মুখে, বিপন্ন হচ্ছে পরিবেশ লাকড়ি ব্যবসায়ীদের খপ্পরে উজাড় হচ্ছে পাহাড়

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

লামা (বান্দরবান) থেকে মোহাম্মদ শামছুদ্দোহা : লামা উপজেলা পাহাড়ী অঞ্চলের সুন্দরের লীলাভ‚মিতে ঘেরা এক অপূর্ব সুন্দর মনকেড়ে নেয়া শাস্তিময় শহর। এখানে পাহাড়ি বাঙলি সম্প্রীতি বজায় রেখে বসবাস করছে। শহরের পশ্চিম পার্শ্বে মাতামুহুরী নদী প্রবাহিত এবং দৃশ্যময় মনকেড়ে নেয়া একটি ব্রিজ মাতামুহুরী নদীর উপর স্থাপিত। কিন্তু মাতামুহুরী ব্রিজের নিচ দিয়ে প্রতিদিন অসাধু কাঠ খেকো ব্যবসায়ীগণ মানিকপুর ও চকরিয়া থেকে এসে লামার কিছু অসাধু ও কাঠ খেকো ব্যবসায়ীর যোগসাজশে হাজার হাজার ফুট কাঠ পাচার করে নিয়ে যায়। এ ধরনের কাঠ পাচারের কারণে দিন দিন লামার অরণ্যে ঘেরা পাহাড়গুলো উজাড় হচ্ছে। এই কারণে বনের পশু-পাখি অকালে বিলুপ্তির পথে ও পরিবেশের ভারসাম্য নষ্ট হতে চলেছে। অসাধু কাঠ ব্যবসায়ীদের বিরুদ্ধে অত্র লামা উপজেলা প্রশাসন ও লামা বন বিভাগের কর্মকর্তাগণ কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করেননি। এ ছাড়াও ব্রিজের পিলারের সাথে অসাধু ব্যবসায়ীগণ ট্রাক বোঝাই করে লাকড়ি স্ত‚প করে রাখে এবং প্রতিদিন রাতের অন্ধকারে নৌকার মাধ্যমে শতশত ফুট সেগুন, গামারি, গোদা, গুটিয়াসহ অনেক মূল্যবান গাছ লাকড়ির সাথে মিশিয়ে এবং বাঁশের চালির নিছে করে দূরদূরান্ত চোরাই পথে নিয়ে যায়। লামা বিভাগীয় বন কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অবৈধ কাঠ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন। লামার বিভিন্ন বিট কর্মকর্তা ও অবসরে যাওয়া কিছু কর্মকর্তাসহ যোগসাজশে অসাধু কাঠ ব্যবসায়ীদের সাথে গোপনীয়ভাবে লেনদেন করে এই সকল চোরাই কাঠগুলো পাচার করে। এতে একদিকে বন নিধন হচ্ছে। অপর দিকে পরিবেশ হুমকির মুখে পড়েছে। মানিকপুর থেকে আসা ও চকরিয়া থেকে আসা কয়েজন অসাধু ব্যবসায়ী কালাম, সুমেল, লালুসহ লামার প্রায় ১০-১২ জন অসাধু কাঠ ব্যবসায়ী এই কাঠ পাচারচক্রের সাথে জড়িত রয়েছে। তাই পরিবেশ ও মাতামুহুরী ব্রিজের ক্ষতি সাধন থেকে পরিত্রাণ পেতে হলে অচিরেই ওই অসাধু কাঠ ব্যবসায়ীদের বিরুদ্ধে বন বিভাগসহ লামা উপজেলা প্রশাসন কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন