শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মাদক রাজ্যে মাদকবিরোধী শ্লোগান দিয়ে আ.লীগ বিদ্রোহী প্রার্থী হলেন চেয়ারম্যান

প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কক্সবাজার অফিস
টেকনাফে মাদকমুক্ত সমাজ গড়ার শ্লোগানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যুবক শাহজাহান মিয়া। আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্রপ্রার্থী টেকনাফ উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুঃ শাহজাহান মিয়া। গত ২২ মার্চ নজিরবিহীন নির্বাচনে টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। সততা, ন্যয়পরায়ণতা ও কর্ম কৌশল দিয়ে নৌকা ও ধানের শীষ প্রতীকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন তিনি। বিশেষ করে মাদকের সয়লাবে ভেসে যাওয়া টেকনাফের বর্তমান প্রেক্ষাপটে যুব সমাজকে মাদকমুক্ত করার শ্লোগান, যুব সমাজে নৈতিক শিক্ষার প্রসার ও কর্ম সংস্থানের কর্মসূচিতে ভোটারা শাহজাহান মিয়ার প্রতি আকৃষ্ট হয়েছেন বেশি। এছাড়াও তার পিতা বর্তমান টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আলমের জনপ্রিয়তাও কাজ করেছে শাহজাহান মিয়ার বিজয়ের পেছনে। তিনি এর আগে সদর ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। পিতার দীর্ঘদিনের জনসেবায় সম্পৃক্ততা শাহজাহান মিয়ার বিজয়কে আরো তরান্বিত করেছে। শাহজাহান মিয়া সংবাদ মাধ্যমকে জানান, উপজেলা শ্রমিক লীগের সভাপতির দায়িত্বে থাকার পরেও নৌকা প্রতীক না পাওয়ায় তিনি স্বতন্ত্র নির্বাচন করেছেন। জনগণ তাকে মূল্যায়ন করেছেন। তিনি জনগণের প্রতি কৃতজ্ঞ। তিনি যুব সমাজে নৈতিক শিক্ষার প্রসার ও কর্ম সংস্থানে সম্পৃক্ত করে মাদকমুক্ত রাখার প্রত্যয় ঘোষণা করেনে। উল্লেখ্য টেকনাফের বর্তমান প্রেক্ষাপটে মাদক একটি মারাত্মক সমস্যা হয়ে দেখা দিয়েছে। মাদকের সয়লাবে অসহায় টেকনাফের ছাত্র, যুবক অভিভাবক। নির্বাচনে শাহজাহান মিয়ার মাদকবিরোধী স্লোগান ব্যাপক কাজ দিয়েছে বলে মনে করা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন