সিলেট ব্যুরো: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজার রায়কে কেন্দ্র করে সিলেটে পুলিশ ও আওয়ামী লীগের সাথে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ২২ নেতাকর্মী জামিন লাভ করেছেন। গতকাল রোববার উচ্চ আদালত থেকে তারা জামিন লাভ করেন। গত ৮ ফেব্রæয়ারি নগরীর কোর্ট পয়েন্ট ও হকার পয়েন্টে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫৭ নেতার নাম আসামি হিসেবে উল্লেখ করে মামলা দায়ের করে। এতে আসামি করা হয় অজ্ঞাত আরো দেড়শতাধিক নেতাকর্মীকে। ওই মামলার ২২ আসামী উচ্চ আদালতে হাজির হয়ে রোববার জামিন প্রার্থনা করেন। আদালত তাদের জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্তরা বিএনপি নেতাকর্মীরা হলেন- সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবদুল কাইয়ূম জালালী পংকী, সহ সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, জেলা বিএনপির সহ সভাপতি শাহজামাল নূরুল হুদা, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, হুমায়ূন আহমদ মাসুক, মাহবুব কাদির শাহী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরীসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন