রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জীবনের কাছে পরাজয় বরণ করল বাবলি

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : মির্জাপুরে এক এসএসসি পরীক্ষার্থী আতœহত্যা করেছে। তার নাম বাবলি আক্তার। পিতার নাম বখতিয়ার রানা ও মাতার নাম পারুল বেগম। বুধবার রাতে বাবলি সদরের বাইমহাটি গ্রামের লোকমান মিয়ার ভাড়া বাসার একটি কক্ষে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আতœহত্যা করে। তার বাড়ি ঢাকার সায়দাবাদ এলাকায়।
পুলিশ জানান, মেহিয়া আক্তার বাবলি ও তার সহপাঠি আছিয়া খাতুন জয়া ভারতেশ্বরী হোমসের ছাত্রী। জয়ার বাড়ি বিক্রমপুরের লৌহজং এলাকার কলাপাড়া গ্রামে। পিতার নাম রফিক মিয়া। বাবলি ও জয়া ভারতেশ্বরী হোমসের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে হোস্টেলে রান্না করছিল এবং প্রায়ই তারা অসুস্থ থাকতো। এ বিষয়টি নজরে আসলে মেহিয়া আক্তার বাবলিকে গত রমজান মাসে হোস্টেল থেকে বের করে দেয় হোমস কর্তৃপক্ষ। ২৪ অক্টোবর আছিয়া খাতুন জয়াকেও বাহির থেকে লেখাপড়ার সুযোগ দিয়ে হোস্টেল থেকে বের করে দেয়া হয়। পরে তারা ওই বাড়ি থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করে। বুধবার রাতে বাবলি গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করে। মেহিয়া আক্তার বাবলির মায়ের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ প্রতিভা হালদারের সঙ্গে কথা হলে তিনি বলেন, মেহিয়া আক্তার বাবলি ও আছিয়া খাতন জয়ার বিরুদ্ধে হোমস হোস্টেলের নিয়ম শৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগ থাকায় প্রতিষ্ঠানে লেখাপড়ার সুযোগ রেখে হোস্টেল থেকে বের করে দেয়া হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হকের সঙ্গে কথা হলে বলেন, বাবলির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন