শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বাংলাদেশ-মেঘালয় বাস সার্ভিস চালু

সিলেট অফিস | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১:১৭ পিএম | আপডেট : ৫:২৮ পিএম, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮

বাংলাদেশের সঙ্গে ভারতের মেঘালয় রাজ্যের বাস সার্ভিস চালু হয়েছে। আজ শুক্রবার সকালে বাসটি সিলেটের ডাউকি স্থলবন্দর দিয়ে ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করে।

বৃহস্পতিবার রাত ১০টায় ঢাকার কমলাপুর থেকে রওনা দেয় বাসটি। বাসটি আসামের রাজধানী গুয়াহাটি যাবে।

এর আগে পরীক্ষামূলকভাবে চললেও এখন থেকে নিয়মিত প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ঢাকা থেকে শিলংয়ের উদ্দেশে বাস ছাড়বে। প্রতি সপ্তাহের সোমবার ঢাকার উদ্দেশে শিলং পুলিশ বাজার থেকে বাসটি ছেড়ে আসবে।

দুই দেশের মধ্যে সরকারিভাবে চুক্তির মাধ্যমে এ বাস চলাচল শুরু হয়েছে।

ঢাকা-সিলেট-শিলং-গুয়াহাটি রুটে এ বাসের ভাড়া আসা-যাওয়া পাঁচ হাজার টাকা। ভিসা ফি আরও ৬০০ টাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Kamal Talukdar ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ৫:০৬ পিএম says : 0
Popular News
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন