শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বামনায় স্কুল মিল দ্য ফিড কার্যক্রম পরিদর্শন করলেন গণশিক্ষা সচিব

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বরগুনা জেলা সংবাদদাতা: বরগুনার বামনা উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিশ্ব ব্যাংকের অর্থায়নে সুশীলন এনজিও’র বাস্তবায়নে স্কুল মিল দ্যা ফিড কার্যক্রম পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ আসিফ উজ-জামান। তিনি গত বৃহস্পতিবার সী-প্লেন যোগে ঢাকা থেকে এসে বিষখালী নদীতে অবতরণ করে প্রথমে গোলাঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঘোপখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও রুহিতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী কার্যক্রম পরিদর্শন শেষে রুহিতা সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে মতবিনিময় সভায় মিলিত হন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন বাচ্চুর সভপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ আসিফ উজ-জামান। সভায় বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ গিয়াস উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নুরুজ্জামান, উপজেলা চেযারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু, এনজিও সুশীলনের জেলা সমন্বয়কারী শিরিন আক্তার, অভিভাবক মোঃ আবুল কালাম আজাদ, শিক্ষার্থী সায়মা জাহান প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন