তাড়াইল (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা: গতকাল শনিবার সকালে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের দারুল কুরআন মাদরাসার শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেছেন নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের প্রশিক্ষক ও পরিদর্শক মাওলানা এনামুল হক। এ সময় দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক এমদাদুল্লাহ্, দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসার মহাদ্দিস মুফতি শহীদুল্লাহ্, দারুল কুরআনের শিক্ষক হাফেজ হুসাইন আহমদ, দড়িজাহাঙ্গীরপুর জয় বাংলা বাজার হাফিজিয়া মাদরাসার শিক্ষক মাওলানা সায়েম আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরিদর্শনের সময় মাদরাসার ছাত্রছাত্রীদের পড়ালেখার অগ্রগতি দেখে প্রশিক্ষক ও পরিদর্শক সন্তুষ্টি প্রকাশ করেন এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে কর্মরত শিক্ষকদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। বোর্ড কর্তৃক মাদরাসার অনুমোদনের পর এটিই ছিল বোর্ডের প্রথম পরিদর্শন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন