রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ইসলামী অন্দোলনের মূল উদ্দেশ্য দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি -পীর সাহেব চরমোনাই

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

লালমোহন (ভোলা) উপজেলা সংবাদদাতা: বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মূল উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর হুকুমতে রাসূলের বিধিমতে দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তি প্রতিষ্ঠা করা।
গতকাল দুপুর ১২ টায় লালমোহনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন লালমোহন শাখার আয়োজনে লালমোহন ইউনিয়নের উত্তর ফুলবাগিচা আলহাজ সেলিম সওদাগরের বাড়ির মসজিদ প্রাঙ্গণে ইসলামী আন্দোলনের লালমোহন উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা মো. আবুল কাশেম সাহেবের সভাপতিত্বে লালমোহন, তজুমুদ্দিনের ওলামা মাসায়েখদের সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চর মোনাইর পীর আমিরুলে মুজাহিদীন আলহা¡ হযরত মাওলানা মুফতি সৈয়দ মো. রেজাউল করিম।
এ সময় তিনি বলেন, সামনে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে সময় আ.লীগ বলবে, আমরা বঙ্গ বন্ধুর আদর্শ বাস্তবায়ন করব, বিএনপি বলবে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করব, জাতীয় পার্টি বলবে এরশাদের আদর্শ বাস্তবায়ন করব। কিন্তু ইসলামী শাসনতন্ত্র বলবে, আমরা আল্লাহর হুকুম ও রাসূলের আদর্শ বাস্তবায়ন করব। সে ক্ষেত্রে মুসলমান হিসেবে আপনারা কোন আদর্শককে গ্রহণ করবেন? ইনকিলাবের সাথে সাক্ষাতকালে তিনি বলেন, আগামী নির্বাচনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ৩০০ আসনেই প্রার্থী দিয়ে নির্বাচন করবে। এসময় তিনি চট্টগ্রামের সাবেক ছাত্রনেতা বর্তমানে চট্টগ্রাম মহানগড়ের ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো. মোসলেউদ্দিনকে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) এর ও ইসলামী আন্দোলন ঢাকা মহানগড় দক্ষিণের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা মুহাম্মদ মহিবুল্লাহকে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরার) জাতীয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করে আগামী নির্বাচনে তাদের ভোট দেয়ার আহ্বান জানান।
সুধি সমাবেশে বিশেষ আতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল আউয়াল খতিব করিম রোড জামে মসজিদ, ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা মোসলেহ উদ্দিন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাভোকেট মাওলানা মুহাম্মদ মহিবুল্লাহ, বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ মো. সেলিম সওদাগর, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা নজিবুল্লাহ সরকার, মাওরানা মো. হোসেন, খতিব উত্তর বাজার জামে মসজিদ, মাওলানা ইমরান মোহতামিম বড় হজুর কওমি মাদরাসা, মাওরানা মিজানুর রহমান মোহতামিম শামছুল ওলুম কওমি মাদরাসা, কর্তার হাট পীরসাহেবজাদা মাওলানা আবুল হাসান শাহজিল প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন